প্রথম দেখা BY SaYaN JaNa (Bengali Poetry )

Sayan Jana
0 minute read



 প্রথম দেখা

সায়ন জানা


তোমাকে দেখার প্রথম সময়ে

ভেবেছি আমার মনের গোপনে

বেঁধেছি মোর আশা

 

হালকা-ঈষৎ-অল্প-হাসি,

তোমায় আমি ভালোবাসি

দেখেছি পথের দিশা

 

জানি তুমি অনেক দূরে ,

তবুও তোমার গানের সুরে ;

সুর মেলানোর নেশা

 

বুঝবে কি তুমি ?

কত দূরে থেকে আমি

করেছি প্রত্যাশা

 

শেষ প্রান্তে আছো তুমি 

অপর প্রান্তে আমি

হবে দুজনের দেখা

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !