শুধু একটি কথা
—সায়ন জানা
দূর থেকে দেখেছিলাম তোমারে
বুঝিনি শুধাবে মোরে-
শুধু একটি কথা ।
ভাবিতে আমি অভিপ্রায় ,
কেবলই জানিতে চায় —
বলা বাহুল্যই এ কথা ।
মনে মনে শুধালেম আমি ;
সত্যি কি জানে অন্তর্যামী ?
না চাহি বলিতে চায় ।
এক গুচ্ছ রজনীগন্ধায়
ভাবিতেছিলেম সন্ধ্যায় —
পূর্ব সময়ের কথা ।
তখন তো জানতেম নে
কি হতে চলেছে মনে —
মনের গোপন কথা ।
সত্যিই কি ফিরে পাব ,
তাকে কি নিয়ে যাব—
এ এক মরণ ব্যাথা ।
যদি স্তব্দ হয়ে যায় সব অবসান
শুরু হবে নতুন দিনের গান–
শুধু কথা ,আর শুধু কথা ।
সমাপ্ত