স্বার্থপর
—সায়ন জানা
কিছু বলে , না ভেবে
কথাটিকে না মেপে ,
ভুল করেছি আমি ।
কিভাবে কেমন করে-
সবার মনে একটু মরে,
হয়েছি অস্বামী ।
বুঝিনি , অল্প কথায়
সবাই বুকের ব্যাথায় —
করবে অভিমানী ।
কখনও আমি ,
হয়নি কারুরই দামি ,
তবু আমায় , দিলে থামি ।
বেশ আজ আমি সব বুঝে
সবাইকে প্রাণে মুছে ,
দেব ; উপহার দামি ।
এই আচরণে
হীন অপমানে ,
সহ্য করিব আমি ।
একদিন অবশ্যই আসিবে ,
তোমরাও বুঝিতে পারিবে
শুধু বুঝবেনা অন্তর্যামী ।
ব্যবহারকারীর ব্যবহারে—
তাহার সমভিব্যহারে ,
বুঝবে কভু কারে
শুধু বুঝিবে তারে ।
আমি , না হই পর
না ভাঙি ঘর—–
তাই হলাম আমি স্বার্থপর ।
সমাপ্ত