ভ্রমন তৃষ্ণা
সায়ন জানা
ঘুরতে যেতে বহু জায়গায়
যেতাম কেবলই আমি —
মনটা আমার আসতে না চায় ,
একটু পাগলামি ।
চার দেওয়ালের মধ্যে থেকে ,
হয়েছি আমি বদ্ধ
এবার ভ্রমণ গায়ে মেখে
না থাকিতে আবদ্ধ ।
উদাস মনের মুক্ত হাসি ,
চলেছে পথে পথে
বাড়ি যেন হয়েছে বাসি —
থাকার সাথে সাথে ।
নতুন পথের অগ্র পথিক
ছুটছে পিছু পিছু —
যদিও পথ না হয় সঠিক
ভুলেছি পথ কিছু ।
ভ্রমণের আনন্দের আজি ,
মেতেছি কয়েকদিন
অজানা পাখির সুর খুঁজি
তাইতো উড়ছি দৈনন্দিন ।
পাখির মতো নতুন আকাশে
ঘুরছি আমি যত
মৃদু – মন্দ – স্নিগ্ধ – বাতাসে
নতুন দেখা শত শত ।
ভ্রমন হল এমন কিছু ,
বুঝতে নাহি চায়
সব সময়ই চলছে পিছু ,
মুক্ত মন দেয় ।
মুক্ত মনের দিক্ত হওয়া
বইছে ফুর ফুর ,
প্রকৃতি ভালোবাসায় ছাওয়া
গাইছে বহু সুর ।
সুর যখনই মনের মাঝে
বেজে উঠেছে ,
কোন মানুষ নিজের কাজে
ভ্রমণকে বেছেছে ।
ভ্রমণ আমার ভ্রমণ সবার ,
ভ্রমণ বিশ্বময় —
ভ্রমণ তাহলে হল না কার
ভ্রমনেই সবার জয় ।
সমাপ্ত