জীবন BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0 minute read


 জীবন

সায়ন জানা

 

আমার জীবন তরী হারিয়ে গেছে 

ওই নদীর কুলে

জীবনের রং মুছে গেছে 

হয়তো তোমায় ভুলে

 

জীবন যখন আসবে কাছে ,

দুই হাত বাড়িয়ে 

দুঃখ-কষ্ট সব মুছে

যাবে তাড়িয়ে

 

আসবে জীবন সবার কাছে 

দুঃখ-কষ্ট নিয়ে ,

জীবন আবার নতুন সাজে 

ভালোবাসা দিয়ে

 

ধরে রাখতে চাই জীবন

সারা জীবন , ধরে 

চাই রাখতে তোমার মন

যুগ নতুন বাহারে

 

একবার জীবন দিয়ে 

দেখ আমাকে

সুখ-দুঃখ সব নিয়ে ,

রাখব তোমাকে

 

আমার জীবন , তোমার জীবন 

মিলে-মিশে একাকার 

যদি যায় হারিয়ে দুটি মন 

সব কিছু ছারখার

 

সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !