বাংলার প্রকৃতি BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0 minute read


 

বাংলার প্রকৃতি 

সায়ন জানা 

 

হিমালয়ের সেই পাদতলে

রয়েছে বাংলা তারই কোলে ,

 

নদীর ধারায় ভাসিত হয়ে ,

প্রকৃতি মায়ের মাঝে রয়ে

ফুটেছে বাংলা অপরুপে

 

গঙ্গা-যমুনা-ভাগীরথীর জলে

বিশ্ব-বাংলা ধীরে চলে

 

পশু-পক্ষী রয়েছে যত 

রয়েছে মানুষ শত শত।

 

শষ্য-শ্যামলার ধারা বয়ে ,

মাতৃ ভাষার গান গেয়ে

সৌন্দর্য্য রয়েছে চেয়ে

 

কোনসে চূড়ায় উঠতে গিয়ে ,

দার্জিলিং এর পাদতলে

রয়েছে বাংলা জীবন জলে (দিঘা)

 

জ্যোৎস্নার সেই রুপোলি আভায়

স্নিগ্ধ শীতল হওয়া বয়

 

রং এর বাহারে বাংলাকে আজি ,

কেমন করে কিভাবে সাজি

যেন রামধনুর রং এর বাজি

 

রূপের বাহারে এই বাংলাকে 

জানাই মায়ের প্রণাম তাকে ,

সকলের বাংলা মাকে

 

সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !