স্বপ্নপূরণ BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0 minute read


 

স্বপ্ন পূরণ 

সায়ন জানা

 

অনেকদিনের পরে আজি

হয়েছে স্বপ্ন পূরণ,

সত্যিই কি রং এর সাজি ,

দিয়েছে স্বপ্ন পূরণ

 

বহুকাল বহুদিন

অপেক্ষায় থেকে

তোমার ওই শর্ত-তিনে,

ভালোবাসাকে মেখে

 

অনেক ঝড় ; অনেক ঝঞ্ঝাটে

হয়েছি আমি পার

শান্ত মনের ওই ঘাটে,

হয়েছিল ছারখার

 

তবু আমি দৃঢ় হাতে 

ধরেছিলাম হাত ,

তোমারই স্বপ্নের সাথে

দিয়েছিলেম সাথ

 

অনেকদিন পরে তুমি 

না জানি কি বুঝলে

হটাৎ স্থগিত আমি ;

গমন শক্তি দিলে

 

যদি তুমি এভাবে ,

দাও আমায় মন,

আমিও কিন্তু তোমার স্বভাবে ,

করব স্বপ্ন পূরণ

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !