ভালোবাসার প্রতি
সায়ন জানা
না জানি কোথা থেকে ,
দেখারই ছলনাতে—
হয়েছি প্রেমে অন্ধ ।
টানা টানা ওই চোখে
ঔজ্জ্বল্য হাসি মুখে
পেয়েছি প্রেমের গন্ধ ।
কালো কেশের প্রাবন্যে,
তোমার ওই লাবণ্যে;
এসেছে জীবনে ছন্দ ।
বুক ভরা ভালোবাসায়—
থাকিব বহু আশায় ,
না থাকিতে মন্দ ।
যদিও তোমার কাছ থেকে ,
ভালোবাসার গন্ধ মেখে ,
ছেড়েছি বহু দ্বন্দ ।
তবুও তুমি দূরে চলে
পাখির মতো ডানা মেলে ,
উড়িলে জীবন পথজলে ।
বুঝছনা যদিও এখন
চলে গেলে বুঝবে তখন —
পাবে না আর মন ।
কবিতার লাইন কবিতায় রেখে ,
বলছি আমি তোমায় ডেকে ,
বহু তথ্য পাবে শেষে ।
সমাপ্ত