পুজোর ডাক
সায়ন জানা
শরতের সেই প্রাক্কালে
কাশ ফুল যে ধরে মেলে,
ঝিরি ঝিরি স্নিগ্ধ মধুর ,
পুজোর ডাক যে ছুটছে দূর ;
তুলছে বায়ুর ঘর্ষ সুর ।
পাঠাচ্ছে সবারে বার্তা ,
ডাকিছে বড় কর্তা ;
আয়রে আয় ছুটে আয়
দুর্গা দেবীকে দেখিতে চায় ;
গ্রাম-বাংলার কোলাহলে
আনিছে দেবীরে বাহুবলে —
মিলছে আজ সকলে ।
ধুম ধামে আজ বাজছে কাঁসর,
বসেছে ব্রাহ্মণের জমিয়ে আসর ।
ঢোল-ঢাকে ও কাশফুলেতে
লাগছে দেবীকে অপরুপে ;
মাতৃ দেবী মাতৃ গর্ভে
রেখেছে সন্তানেরে বহু গর্বে ,
আসিবে মা প্রতিবারে
সন্তানেরা ডাকবে তারে ,
রাখবে হৃদয়ে সারাজীবনে ।
সমাপ্ত