জীবনের ছন্দ
সায়ন জানা
সকাল থেকে উঠেছি যখন ;
পশু-পক্ষী ডাকছে তখন —
বলছে ওরা উঠে পড় ,
বের কর তোর মুখের স্বর ,
স্বরের সুরে বিশ্ব জুড়ে
কলকাকলি মধুর সুরে—
পক্ষীরা এই নিস্তব্দতাকে
ভাঙতে গিয়ে আমায় ডাকে ।
আমি যখন গাছের তলায় —
ওরা সবাই পত্রশালায় ।
এমন সময় প্রভাত আলো
আকাশে উঠে প্রাণ জুড়ালো ;
সোনালি সেই স্বর্ন আভায় ,
স্বর্নজ্জ্বল পত্র শোভায় ।
বট-আকন্দ ও শটিবানে ,
পড়ছে তারই আলো গগনে ।
এখন সকাল উঠল বেজে
গ্রাম্য বসতি লাগল কাজে ।
প্রতিদিনের নিয়মানুসারে —
চলছে বিশ্ব একই সুরে ।
সমাপ্ত