প্রকৃতির ডাক BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0 minute read



প্রকৃতির ডাক 

সায়ন জানা

 

বসে আছি গাছের তলায় 

শান্ত দুপুর বেলায় ,

আছি কেবলই আমি

 

জানিনা কোন আকর্ষণে

ডেকে আনে আমার মনে ,

বলে শুধু চলে আয়

 

হটাৎই জাগ্রত আমি ;

শ্রোতার কর্ণে উঠল ধ্বনি

আমার কর্ণকুহরে

 

জাগ্রত কেবলই আমি 

পাশে আছে প্রকৃতি জানি 

অবেলায়

 

পাইব আমি সারাজীবন

স্নিগ্ধ মুক্ত প্রকৃতির মন ;

থাকবে আমায় ঘিরে

 

এই আশাতেই থাকিব ,

এই আশাতেই বাঁচিব ,

আমার জীবন সংগ্রামে


                                                         সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !