আমরা ভারতবাসী BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0 minute read


 আমরা ভারতবাসী

সায়ন জানা

 

দুর্ভাগা এই ভারতবর্ষ ,

দেখছি সবাই বসে

লাগাচ্ছি শুধু সংঘর্ষ 

সংস্পর্শে এসে

 

জানিনা না কিছুই ,

কি করছি আমরা

মানছিনা শুধুই ,

বসত বাড়ি ছাড়া

 

ভাই-ভাই হানাহানি ,

খুনো-খুনি সব ,

পিতৃ পুরুষের মান হানি 

সাজ সাজ রব

 

স্বার্থ ফুরালে ভুলছি সবই 

মানুষের অন্তরালে 

বিশ্বাস সব হারিয়ে যাবেই 

অর্থের আকালে

 

বাঁচব কি করে, বন্ধু নেই যে 

আমরা সবাই রাক্ষস যে

 

আমার এই ভারত 

তোরে করেছি কলুষিত 

জীবন থেকে চলেছে শরৎ , (শরৎ এখানে আনন্দের প্রতীক )

ভারত দূষিত

 

কিভাবে হল এমন দূষণ 

কারা চালাচ্ছে এমন শোষণ

 

আমাদেরই মতো নররাক্ষস

আমাদেরই মতো নররাক্ষস ।।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !