আমরা ভারতবাসী
সায়ন জানা
দুর্ভাগা এই ভারতবর্ষ ,
দেখছি সবাই বসে—
লাগাচ্ছি শুধু সংঘর্ষ
সংস্পর্শে এসে ।
জানিনা না কিছুই ,
কি করছি আমরা —
মানছিনা শুধুই ,
বসত বাড়ি ছাড়া ।
ভাই-ভাই হানাহানি ,
খুনো-খুনি সব ,
পিতৃ পুরুষের মান হানি
সাজ সাজ রব ।
স্বার্থ ফুরালে ভুলছি সবই
মানুষের অন্তরালে
বিশ্বাস সব হারিয়ে যাবেই
অর্থের আকালে ।
বাঁচব কি করে, বন্ধু নেই যে
আমরা সবাই রাক্ষস যে ।
আমার এই ভারত
তোরে করেছি কলুষিত
জীবন থেকে চলেছে শরৎ , (শরৎ এখানে আনন্দের প্রতীক )
ভারত দূষিত ।
কিভাবে হল এমন দূষণ
কারা চালাচ্ছে এমন শোষণ ।
আমাদেরই মতো নররাক্ষস ।
আমাদেরই মতো নররাক্ষস ।।
সমাপ্ত