আমার প্রত্যাশা
–সায়ন জানা
প্রত্যেকেরই থাকে আশা ,
বাঁধবে সে নতুন বাসা—
নিজ পায়ে দাঁড়িয়ে ।
বহু ঝঞ্ঝাট বহু সংগ্রাম ,
তবুও করিবে নাম —
এ বিশ্বমাঝে ।
পূরণ হবে কি বাসনা ?
নাকি শুধু এ কামনা ,
মনের অন্তরালে ।
দুঃখ-কষ্ট সব শয়ে ,
বিশ্বমাঝে রয়ে ;
করিবে জীবন অববাহিত ।
নিজ কর্ম , নিজ মানে—
বাঁচিবে সারাজীবনে ,
এই প্রতিজ্ঞায় ।
অবশ্যই সফল হইবে ;
লক্ষে থাকিবে যবে ,
থাকিতে হইবে অবশ্য ।
আমার আশা ,
আমার স্বপ্নের ভালোবাসা —
আমার প্রত্যাশা ।
সমাপ্ত