ভোরের আলো BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
1 minute read



ভোরের আলো 

সায়ন জানা

 

উঠিল রবি পুব আকাশে 

সোনালি আভার সাথে সাথে 

ফুটিল বিশ্ব জুড়ে

 

হালকা-ঈষৎ-অল্প-আলো 

লাগিছে তারে খুবই ভালো

শনিত বর্ণ ধরে

 

উঠিল রবি দিগন্তে 

আলোর ছটার বহিরান্তে ,

সময়ের অবকাশে

 

ভোরের আলোয় বিশ্ব জুড়ে 

পক্ষীরা সব যাচ্ছে উড়ে

খাদ্যের সন্ধানে

 

মানবজাতি ঘুমিয়ে থাকে ,

প্রকৃতিরা শুধু ডাকে ,

আলস্য তাদের ঘিরে থাকে

 

এমনও একদিন আসিবে 

তখনও প্রকৃতি ডাকিবে

থাকিবেনা কোনো আলসে

 

বিশ্ব জগৎ থাকবে শুধু 

মৌমাছি সঞ্চিত করবে মধু ,

তাদের কর্মজীবনে।

 

আলস্য নহে ; অনিদ্রায় নহে ; নহে কোনো ক্লান্তিতে

কর্মের জীবন ভোরের শান্তিতে ;

ফোটাও কর্মযোগ , জীবনের প্রথমান্তে


                                                                সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !