রাজত্ব বিন্যাস BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0 minute read


 রাজত্ব বিন্যাস 

সায়ন জানা 

 

পুবের সেই জমিখানা ,

বিক্রি করিতে মানা

 

বিক্রয় নাহি চায় ,

কেবলই লাঞ্ছনা পায়

 

যতই করিবে না বিক্রি

অবশেষে হইল ডিক্রি

 

রাজার কথাই শেষ কথা ,

পায় রামু শুধু ব্যাথা

 

বলিল নিয়না প্রভু 

একটি কথা শোনো কভু

 

পিতৃ-পুরুষের ভিটেখানি 

ছিল মোর বহু দামি

 

শুনিল না রাজা

দিল তারে সাজা

 

দশ বৎসরের বন্দী ,

ছারিবেনা ঘরের গন্ডি

 

কহিলাম শুধু আমি ,

জানে অন্তর্যামী ,

 

কোনটা সত্য , কোনটা মিথ্যে ,

সঠিক পথে উঠবে চিতা

 

আসিবে সত্য প্রকাশ্যে ,

থাকিবেনা কোনো আলস্যে

 

রাজার রাজত্ব হইবে অবসান 

পতিত হইবে মান-সম্মান

 

থাকিবেনা কোনো রাজত্ব 

গঠিত হইবেনা কোনো রাষ্ট্রত্ব ,

হইবে এক নতুন নাগরিকত্ব


সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !