ঘড়ির জীবন
–সায়ন জানা
ঘড়ি মোদের কর্মজীবন ,
জীবন মোদের বিরাট গগন —
ছুটিছে সময় তালে ।
বন্ধ পথে থাকছেনা আর ,
দ্রুত পথে হচ্ছে পার—
পরের গমনকালে ।
ক্ষুদ্র সময় বিরাট জীবন ,
ধরিতে পারে কতজন ;
সময় সূচনকালে ।
মিনিট প্রতি সেকেন্ডে থেকে ,
ঘন্টার দিকে ছুটছে বেঁকে—
জীবন পথতালে ।
জীবন মানে নয়কো বাঁচা —
বিশ্ব মাঝে শুধু নাচা ,
ঘড়ির মতো ছুটতে মজা ।
ঘূর্ণনের এই বক্র পথে
বহু সংগ্রাম বহু মতে—
চলতে হবে সবার সাথে ।
স্তব্ধ কখনও না হওয়া চাই ,
ব্যর্থ জীবন না যেন পাই ,
শুধু সময়কালে চলতে চাই ।
সমাপ্ত