Meeting at Noon
সায়ন জানা
তুমি মেঘহীন উজ্জ্বল আকাশে ,
থাকো তারার মতো জ্বলজ্বলে —
চায় সবাই তোমার সুভাসে,
থাকিতে ঝল-মলে ।
শত-শত দর্শকের চক্ষু নির্যাসে—
থাকিতে চায় , তোমার পাশে,
তুমি থাকো ওই আকাশে,
মৃদু-মন্দ , স্নিগ্ধ বাতাসে ।
অপেক্ষারত আমিও তাই ,
অন্য আর এক দর্শক ;
সবার সাথে, সাথী হয়ে –
আমি প্রথম স্পর্শক ।
মৃদু গতিতে , তারা-দর্শকে ,
সম্পর্কে টানটান—
দর্শক তাই তারার স্পর্শকে ,
নতুন জীবন পান ।
তারার শক্তি দর্শকের জন্য ;
থাকে বা কতক্ষন —
দর্শক ভাবে , নিজে ধন্য ,
তারাই আমার আপন ।
ক্ষমতাবান সূর্যদেব ,
দেয় না তারারে শক্তি;
বোঝে না দর্শকের আবেগ—
পায়না তারা মুক্তি ।
বিনা শক্তিতে , তবুও তারা ;
দেখা দেয় দর্শককে ,
দুজন-দুজনাকে ছেড়ে ,
থাকবেনা এ জগতে ।
এ বিশ্ব ও তাই বোঝায় সূর্যদেবেরে
ওরা প্রকৃতির শক্তি—
তুমি থাকো একটু সবুরে,
দাওনা তারারে মুক্তি ।
শুরু তাই তারার আকাশে,
দেওয়া দর্শকের স্পর্শক—
সাক্ষী এবারও নতুন বাতাসে ,
থাকবে দুজনে বন্ধক ।
সমাপ্ত